দুর্গাপুর ইস্পাত নগরীর এডিশনে লালন সিং নামের এক ঝুপড়িবাসী গত ডিসেম্বর মাসে সপরিবারে দিল্লিতে আত্মীয়ের বাড়িতে গেলে দুর্গাপুরের তদানিন্তন এক পুলিশ আধিকারিক লালন সিং-এর ঝুপড়িটি ভেঙে একটি গ্যারেজ তৈরি করে নেন বলে অভিযোগ। ওই আধিকারিক ইস্পাত নগরীর বি-জোনের এডিশনে একটি কোর্য়াটারে থাকতেন। ওই কোর্য়াটারের পাশেই ছিল লালন বাবুর ঝুপড়ি। বর্তমানে ওই পুলিশ আধিকারিক আরামবাগে কর্মরত।

লালন বাবুর অভিযোগ, তিনি দিল্লি থেকে ফিরে দেখেন তাঁর ঝুপড়ি ভেঙে পুলিশ আধিকারিক একটি গ্যারেজ তৈরি করেছেন। ঝুপড়ির সঙ্গে ভিতরে থাকা জিনিসপত্রও উধাও। এরপর লালনবাবু মহকুমাশাসক, জেলাশাসক থেকে পুলিশ কমিশনার সকলের কাছে দৌড়ঝাঁপ করে কোন ফল না পেয়ে বুধবার দুর্গাপুর আদালত চত্বরে সপরিবারে অবস্থান বিক্ষোভে বসে পড়েন পুলিশ আধিকারিকের শাস্তি চেয়ে। কিছু মানবাধিকার সংগঠনও লালন সিং এর পাশে দাঁড়িয়েছে।