ট্রেন দেরিতে পৌঁছানোয় সংযোগকারী লোকাল ট্রেন ধরতে না পারায় যাত্রীরা বিক্ষোভ দেখালেন বর্ধমান স্টেশন মাষ্টারের ঘরে। মঙ্গলবার রাত্রি প্রায় ৮টা নাগাদ ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস বর্ধমান স্টেশনে ঢোকার পরই যাত্রীরা ক্ষীপ্ত হয়ে ওঠেন। যাত্রীরা অভিযোগ জানাতে থাকেন, বেশ কিছুদিন ধরেই কাঞ্চনকন্যা বর্ধমানে দেরীতে ঢোকায় সংযোগকারী অন্য লোকাল ট্রেনগুলি তাঁরা সময়ে পাচ্ছেন না। এর ফলে যাত্রীরা চরম সমস্যার মধ্যে পড়ছেন। যথারীতি মঙ্গলবার রাতেও একই ঘটনা ঘটনায় যাত্রীরা ষ্টেশন ম্যানেজার এবং সহকারী ষ্টেশন ম্যানেজারের ঘরে ঢুকে বিক্ষোভও দেখান। অভিযোগ, এই সময়ই ক্ষুব্ধ যাত্রীরা অফিসে ভাঙচুর চালানোরও চেষ্টা করেন। এই ঘটনায় বর্ধমান স্টেশনের জিআরপি দুই মহিলা যাত্রীকে আটক করে। এরা উভয়েই শিক্ষিকা।
Like Us On Facebook