খান্দরা পঞ্চায়েতের সিদুলি সংলগ্ন মুকুন্দপুর এলাকায় রয়েছে বেশ কয়েকটি দোকান। তার মধ্যে কয়েকটি দোকানে অবৈধভাবে মদ বিক্রি হয় বলে অভিযোগ। প্রায় বছর তিনেক ধরে অনিমেষ ঘটক নামে এক ব্যক্তি প্রায়ই ওই এলাকায় আসেন, নিজেকে আবগারি দফতরের অফিসার হিসাবে পরিচয় দিতেন। অবৈধ মদের দোকানগুলি থেকে নিয়ে যেতেন মাসোহারা। সম্প্রতি ওই ব্যক্তির আচার ব্যবহারে সন্দেহ হয় স্থানীয় দোকানদারদের। তাঁরা খোঁজ খবর নিয়ে জানতে পারেন আবগারি দফতরে ওই নামে কোন অফিসার নেই। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ওই ব্যক্তিকে ধরার ফাঁদ পাতেন দোকানদারেরা। রবিবার মাসোহারা নিতে এলাকায় এলে ওই ব্যক্তিকে ধরে আটকে রাখেন তাঁরা। তার কাছে আবগারি দফতরের পরিচয় পত্র দেখতে চাওয়া হয়। তিনি তা দেখাতে পারেননি। ওই ব্যক্তি স্বীকার করেন, তিনি আবগারি দফতরের কোন অফিসার বা কর্মী নন। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।