২ বছর বন্ধ থাকার পর এবারে নীলকণ্ঠ তলায় মেলার প্রস্তুতি চলছে জোরকদমে। অন্ডালের খান্দরা বিশ্বেশ্বরী নীলকণ্ঠ শিবমন্দির, কথিত আছে প্রায় হাজার বছরের প্রাচীন এই মন্দির। মাটি ফুঁড়ে বের হয় শিবলিঙ্গ। এমনটাই স্থানীয় সূত্রে জানা যায়। আর তারপর থেকেই রীতি মেনে জাঁকজমকের সাথে চলে আসছে বাবা মহাদেবের নিত্যপূজা। নিত্যপূজার সঙ্গে শিবরাত্রির দিন এই মন্দির চত্বরে নামে ভক্তের ঢল। শিবরাত্রি উপলক্ষে মন্দির চত্বরে তিন দিন ধরে চলে মেলা ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু গত ২ বছর করোনা অতিমারির কারণে ভাটা পড়েছিল মন্দিরের পূজোয় জাঁকজমকের। তবে রীতি মেনে হয়েছে শিবের পূজো।
বর্তমানে করোনা সংক্রমণ কম হওয়ায় ছাড় মিলেছে মেলায়। আর তাই এবারের শিবরাত্রি উপলক্ষ্যে অন্ডালের খান্দরা বিশ্বেশ্বরী নীলকণ্ঠ তলায় আসতে শুরু করেছেন মেলার দোকানদারেরা। মন্দিরের সেবাইত শ্রীকান্ত মন্ডল জানান, প্রশাসন মেলা করার ছাড় দিয়েছে তবে করোনা বিধি মেনেই হবে মেলা এবং পূজোর অনুষ্ঠান। তিনি আশা করছেন বিগত দুই বছর মন্দিরে সেভাবে ভক্তের সমাগম হয়নি করোনার কারণে, তবে এবার যে প্রচুর সংখ্যক ভক্তের ভিড় হবে একথা বলাই বাহুল্য। ২ বছর পর এলাকায় বিশাল মেলা হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষজনো। মেলা কমিটির সদস্য সুনীল রায় জানান, দীর্ঘদিন পর এলাকায় মেলা হচ্ছে, স্বাভাবিক ভাবেই করোনাবিধি মেনে হবে এই মেলা এবং পুজোর অনুষ্ঠান।