বেসরকারি অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে কুলটি থানার চৌরঙ্গী মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুলটির নিয়ামতপুর এলাকার বাসিন্দা বাসুদেব বদ্যকর (২৪) প্রতিদিনের মত এদিন সকালে অ্যালুমিনিয়াম কারখানায় কাজে আসেন। এরপর তিনি কারখানার একটি ট্যাঙ্কের জলে নামেন। সেখানেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর ক্ষতিপূরণের দাবিতে বাসুদেবের সহকর্মী ও পরিজনেরা বিক্ষোভ দেখান কারখানায়। পাশাপাশি চৌরঙ্গী ফাঁড়ি ঘেরাও ও জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে স্থানীয় নেতারা পৌঁছান। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায়।
Like Us On Facebook