দুর্গাপুরের সিটি সেন্টারে জাংশন মলের সেলুনে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক বেসরকারি কোম্পানীর জেনারেল ম্যানেজার। জানা গেছে, রবিবার দুপুরে তিনি জাংশন মলের একটি নামি সেলুনে গিয়েছিলেন। কিন্তু তারপর আর তিনি বাড়ি ফেরেননি। রবিবার সন্ধ্যায় ওই ব্যক্তির বাড়িতে তাঁকে অপহরণের কথা জানিয়ে একটি উড়ো ফোন আসে বলে জানান স্থানীয় কাউন্সিলর সুস্মিতা ভুঁই। নিখোঁজ ব্যক্তির নাম রাজেশ জৈন।

সুস্মিতা ভুঁই বলেন, ‘৫৪ ফুটের একটি নামকরা আবাসনে ওই ব্যক্তি স্ত্রী-কন্যাকে নিয়ে থাকেন। রবিবার দুপুরে জংশন মলে একটি নামি সেলুনে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। রবিবার সন্ধ্যায় তাঁর স্ত্রীর কাছে একটি ফোন আসে। ফোনে তাঁর স্বামীকে অপহরণের কথা বলা হয়। এরপর বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তদন্তে নামে। রবিবার থেকে ওই ব্যক্তির পরিবারের পাশে আমরা রয়েছি। আমাদের পুলিশ প্রশাসন সব রকম ভাবে চেষ্টা করছে ওই ব্যক্তির খোঁজ পেতে।’

জানা গেছে, অপহৃত ব্যক্তির স্ত্রী পুলিশকে বিষয়টি জানানোর পর রবিবার সন্ধ্যা থেকেই অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য দুর্গাপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫৪ ফুটের ওই আবাসন ও জাংশন মলের সমস্ত সিসি ক্যামেরার ছবির সূত্র ধরে তদন্ত শুরু করেছে বলে। এটা সত্যিই অপহরণের ঘটনা নাকি নিখোঁজের পিছনে অন্য কোন কারণ আছে তা খতিয়ে দেখতে দুর্গাপুর থানার পুলিশ জোর তৎপরতা শুরু করেছে রবিবার রাত থেকে।

Like Us On Facebook