এ যেন মা সরস্বতীর ফেসবুক প্রোফাইল। সেই ফেসবুক প্রোফাইলের আদলেই মন্ডপ। সরস্বতীর ফেসবুক প্রোফাইলে বাবা মহাদেব থেকে শুরু করে মা দুর্গা, মা কালী, লক্ষ্মী, গনেশ, কার্তিক সকলেই আছেন। রয়েছেন বজরংবলিও। মেমারির মোনালিসা ক্লাবের এবারের পুজোর থিম সেই ফেসবুকে সরস্বতী।
ছোটবেলায় বাগদেবীর আরাধনা হতো জমিয়ে। পড়াশোনা শেষে চাকরীর কারণে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন ক্লাব সদস্যরা। এতদিন যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ফেসবুক। বহু বছর পর আবার ক্লাব সদস্যরা একত্রিত হলেন সরস্বতী পুজোয়। তাই ফেসবুককে থিম করেই হল সরস্বতী পুজো। স্কুল কলেজ জীবনের সেই ফেলে আসা দিনগুলো আবার যেন ফিরে এল ক্লাব সদস্যদের কাছে। জমিয়ে চলছে সরস্বতী পুজো আর আড্ডা ও হৈ হুল্লোড়।
Like Us On Facebook