রেজাল্ট খারাপ হওয়ার আশঙ্কায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করল এক মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার ঘটনাটি ঘটেছে বুদবুদে। বুদবুদ হিন্দি হাই স্কুলের ওই ছাত্রী মাধ‍্যমিক পরীক্ষার পর থেকেই রেজাল্ট খারাপ হওয়ার আতঙ্কে রয়েছে বলে পড়শিরা জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ওই ছাত্রীর মা বাড়ি থেকে বাইরে বের হলে সেই সুযোগে ওই ছাত্রী কীটনাশক খেয়ে নেয়। মা বাড়ি ফিরে দরজা বন্ধ দেখে অনেক ডাকা ডাকি করে সাড়া না পেয়ে পড়শিদের খবর দেন। পড়শিরা মেয়েটিকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করে প্রথমে মানকর গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই ছাত্রীকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে বর্তমানে ওই ছাত্রী বিপদমুক্ত।

Like Us On Facebook