.

দুর্গাপুরের অন্যান্য জায়গার মতো কাঁকসাতেও রথযাত্রা উপলক্ষে বিভিন্ন এলাকায় শনিবার রথ বের হয়। রথকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় মেলা বসে। রথ তলার প্রাচীন রথের মেলায় শনিবার ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। রথ তলার মেলার বৈশিষ্ট্য হল এই মেলায় মাটির পুতুলের সমাহার হয়। কাঁকসার রেলপাড়েও রথকে কেন্দ্র করে মেলা বসে। শনিবার রেলপাড়ের রথ রেলপাড় এলাকায় প্রদক্ষিণ করে। কাঁকসার বিরুডিহায় লালবাবা আশ্রমের রথ জাতীয় সড়ক ধরে বের হয়ে বিরুডিহা গ্রাম পৌঁছায়। তারপর ফের রথ লালবাবা আশ্রমে ফেরে। রথকে কেন্দ্র করে লালবাবা আশ্রমে মেলার আয়োজন করা হয়।




Like Us On Facebook