.
হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। বেশ কিছুদিন ধরে তিনি কিডনির অসুখে ভুগছিলেন। মঙ্গলবার রাত আটটা নাগাদ হঠাৎই বুকে ব্যাথা শুরু হওয়ায় তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ছুটে যান বিজেপির নেতা-মন্ত্রীরা। রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাসভবনে। তাঁর স্বামী ও মেয়ে রয়েছেন সেখানে। বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। এবিভিপির সদস্য হিসাবে রাজনৈতিক জীবন শুরু করে ১৯৭৭ সালে মাত্র ২৭ বছর বয়সে হরিয়ানার শিক্ষামন্ত্রী হয়েছিলেন সুষমা স্বরাজ। বিদেশমন্ত্রী থাকাকালে বিভিন্ন সময়ে অসুবিধায় পড়া ভারতীয় নাগরিকদের ট্যুইট পেলেই তিনি দ্রুত ব্যবস্থা নিতে উদ্যোগী হতেন।