পূর্ব বর্ধমানের গলসির সিমনোড়ী গ্রামে বুধবার দু’টি হাতির আগমণ ঘিরে চাঞ্চল্য ছড়াল। হাতি দুটি এলাকায় ঘোরাঘুরি করলেও কোন ক্ষয়ক্ষতি করে নি বলে জানা গেছে। রাতের দিকে হাতি দু’টিকে বাঁকুড়ার জঙ্গলে ফেরানোর চেষ্টা করবে বন দফতর।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে বাঁকুড়ার দিক থেকে হাতি দু’টি গলসির সিমনোড়ী গ্রামে ঢুকে পড়ে। সকালের দিকে হাতি দু’টি গ্রামের কাছে থাকলেও দুপুরের পর ডিভিসির সেচখাল পেরিয়ে সেচখালের বাঁধে চলে যায়। গ্রামে হাতি আসার খবর পেয়ে আশপাশের এলাকার মানুষজন হাতি দেখতে গ্রামে ভীড় করেন। খবর পেয়ে পুলিশ ও বনদফতরের কর্মীরাও গ্রামে চলে আসে। বনকর্মীরা হাতি দুটির উপর কড়া নজর রাখছে। রাতে হাতি দু’টিকে তাড়িয়ে বাঁকুড়ার জঙ্গলে পাঠানো হবে বলে বন দফতর সুত্রে খবর।

Like Us On Facebook