ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে আদিবাসী ছাত্র-ছাত্রীদের ইংরাজি ভাষা শিক্ষার উদ্যোগ নিলেন বর্ধমানের জেলাশাসক। বুধবার কাঁকসার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে এই প্রকল্পের শুভ সূচনা করেন বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহন। সরকার পরিচালিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলটিতে কেবলমাত্র আদিবাসী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে। এই স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরাজি ভাষার মাধ্যমে পড়ানো হয়। ইংরাজি ভাষার মাধ্যমে পড়াশোনার পাশাপাশি যাতে ছাত্র-ছাত্রীরা ইংরাজি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারে সেই উদ্দেশ্যে এই আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে।
বুসু এবং ম্যাকগ্রো হিলের যৌথ উদ্যোগে বিদেশি ভাষা শিক্ষার জন্য যে ইন্টার্যাক্টিভ প্ল্যাটফর্ম রয়েছে তার ব্যবহার করেই একলব্য মডেল স্কুলে ইংরাজি ভাষা শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ইংরাজি ভাষার জন্য এখানে রয়েছে ইন্টার্যাক্টিভ কোর্স এবং লেসন। বিখ্যাত সব প্রকাশনীর গ্রামার গাইডও ব্যবহার করা যায় এখান থেকে। আর এখানকার নিজস্ব কমিউনিটিতে যুক্ত রয়েছে হাজার হাজার মানুষ, যাদের সাথে কোনো ভাষা নিয়ে চর্চা করা যাবে। আর ভাষা শিখতে নানা ধরনের পরামর্শও পাওয়া যাবে এখান থেকে। এখানকার ভাষা বিষয়ক পাঠ্যসূচীতে রয়েছে ভোকাবুলারি এবং শব্দগুচ্ছ শেখার সুযোগ। সংলাপ, লেখার অভ্যাস, অডিও রেকর্ডিংসহ নানা ইন্টার্যাক্টিভ সুবিধা রয়েছে এই প্ল্যাটফর্মে। আর এর মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে মোবাইলের মাধ্যমেও পাঠ চালু রাখা যায়।
একলব্য মডেল স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক আজিজুল হক মিদ্যা বলেন,”আপাতত এক বছরের এই কোর্সটি আমরা সপ্তম, অষ্টম, নবম ও একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য চালু করছি। এই কোর্সে রেজিস্ট্রেশনের জন্য পড়ুয়াদের মাথাপিছু খরচ পড়ছে ৩২০০ টাকা। এই টাকা সরকারি ফান্ড থেকেই দেওয়া হচ্ছে। আজ প্রায় ৩০০ পড়ুয়া এই কোর্সে নাম নথিভুক্ত করেছে। আজ থেকেই চালু হল এই কোর্স। জেলাশাসক প্রদীপ জ্বালিয়ে এই কোর্সের সূচনা করেন।”
জেলাপ্রশাসন সূত্রে জানা গেছে একলব্য মডেল স্কুলে ইংরাজি ভাষা শিক্ষার ইন্টার্যাক্টিভ কোর্স পরীক্ষামুলকভাবে চালু করা হয়েছে। এই কোর্সের মাধ্যমে পড়ুয়াদের সার্বিক উন্নতি ও ইংরাজি ভাষায় সাবলীল হবে বলে তাঁদের আশা।