বাড়ির সমস্ত রকম কাজ করতেন মাথরী মেরিট। দীর্ঘদিন ধরেই তিনি কাজ করে আসছিলেন মেমারির বাসিন্দা কাপড় ব্যবসায়ী চন্দন বিষয়ীর বাড়িতে। মাস ছয়েক আগে বিহারের বাসিন্দা মাথরী মেরিট মারা গেছেন। আর তাই তাঁর নামেই হাসপাতালে একটি বেড দান করলেন চন্দন বিষয়ী। মনিবের মানবিকতার এই নিদর্শন ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে জেলা জুড়ে।
শুক্রবার মেমারি গ্রামীণ হাসপাতালে চন্দনবাবু মাথরী মেরিটের নামে এই বেডটি দান করেছেন। তিনি জানিয়েছেন, একসময় বিহার থেকে এসে তাঁর বাড়িতে কাজ শুরু করেছিলেন মাথরী মেরিট। আস্তে আস্তে গোটা বাড়ির তিনিই হয়ে উঠেছিলেন সহায় সম্বল। তাঁর অবদান তিনি কোনদিনই ভুলতে পারবেন না। তাই মাথরী মেরিট যেন চিরস্মরণীয় হয়ে থাকতে পারে তাঁর সেবার জন্য সেইজন্যই তিনি তাঁর নামে মেমারি গ্রামীণ হাসপাতালে সর্বসাধারণের কল্যাণের জন্য এই বেডটি দান করলেন। শুক্রবার মেমারি গ্রামীণ হাসপাতালে এই বেড দান কর্মসূচীতে হাজির ছিলেন চন্দন বিষয়ী ছাড়াও তাঁর ছেলে অপরূপ বিষয়ী, মেমারি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ হর্ষ ঘোষ, তৃণমূলের বর্ধমান জেলা সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত, শুভেন্দু গুহ প্রমুখ।