.

পানাগড়ের এক গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করে দিলো কাঁকসা গ্রাম পঞ্চায়েত। স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে খুশি রোগীর পরিবার। জানা গেছে, দিন দশেক আগে পানাগড়ের নতুন পাড়ার বাসিন্দা পার্বতী প্রসাদ নামের এক মহিলা অগ্নিদগদ্ধ হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন।সেখান থেকে সোমবার তাঁকে বর্ধমানে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য। ওই মহিলার স্বাস্থ্যসাথী কার্ড না থাকার খবর পেয়ে বর্ধমান যাওয়ার পথেই কাঁকসা গ্রাম পঞ্চায়েতে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির শিবিরে দ্রুত তাঁর স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে তাঁকে বর্ধমানে পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গেছে, স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার পরেই তাঁকে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুরু হয়েছে চিকিৎসা। কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দ্রুত স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে খুশি রোগীর পরিবার।

Like Us On Facebook