দুর্গাপুর পৌরনির্বাচন নিয়ে নির্বাচন কমিশন মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করল দুর্গাপুরের সৃজনীতে। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার তথা দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরার নেতৃত্বে এদিনের সাংবাদিক সম্মেলনে দুর্গাপুরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ বিমল মন্ডল, তথ্য আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে রিটার্নিং অফিসার বলেন, দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ডের প্রতিটি বুথে সিসিটিভির পরিবর্তে ভিডিও রেকর্ডিং ক্যামেরা থাকবে। প্রতি বুথে দুটি করে ইভিএম মেশিন থাকবে। একটি খারাপ হলে অন্যটি ব্যবহার করা হবে। ভোট গ্রহণ কেন্দ্রের স্বচ্ছতা ও বিতর্ক এড়াতে দুর্গাপুরের ভোট কর্মীদের পরিবর্তে দুর্গাপুর মহকুমার বাইরে থেকে ভোটকর্মীদের এনে ১৩ আগস্ট ভোটের কাজে নিয়োগ করা হবে। রিটার্নিং অফিসার বলেন দুর্গাপুরের গভর্ণমেন্ট কলেজে করা হচ্ছে স্ট্রং রুম। এখানেই রাখা হবে ইভিএম মেশিন। গভর্ণমেন্ট কলেজ থেকে প্রতিটি বুথে ভোট কর্মীদের বিভিন্ন বুথে পাঠানো হবে। এবং ১৭ আগস্ট ভোটের ফল প্রকাশের দিন সকাল ৮ টা থেকে গননা শুরু হবে। তাছাড়া প্রতিটি বুথে পর্যাপ্ত পুলিশ কর্মী থাকবেন ভোটের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে।

Like Us On Facebook