মেমারি থানার চাঁচাইয়ের শ্রীপল্লী থেকে স্বামী ও স্ত্রীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বাড়ির পাশের ডিভিসির সেচ খাল থেকে উদ্ধার হয় স্ত্রীর দেহ এবং বাড়ির গোয়ালঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্বামীর। মৃত্যুর প্রকৃত কারণ কি তা খতিয়ে দেখছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রী মিলে খালে স্নান করতে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। শেষমেশ বাড়ির গোয়ালঘর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় গোপাল ঢালির (৬০) দেহ। এরপরই খাল থেকে পাওয়া যায় স্ত্রী অলোকা ঢালির (৫৫) দেহ। মৃতদের চার ছেলে-মেয়ে বর্তমান। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশমর্গে পাঠায়।
Like Us On Facebook