সোমবার রাজ্য পঞ্চায়েত নির্বাচন। নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে এখন প্রতিটি ব্লক উন্নয়ন অফিসে চরম ব্যস্ততা। দুর্গাপুরের কাঁকসা ব্লকের প্রশাসনিক অফিসেও সোমবারের পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে শনিবার দেখা গেল চরম ব্যস্ততা।

কাঁকসা ব্লক উন্নয়ন অফিসে একটি স্ট্রং-রুম খোলা হয়েছে। সোমবার ভোটপর্ব সম্পন্ন হলে এই স্ট্রং-রুমে ব্যালট বাক্স ভোট গণনার আগে পর্যন্ত জমা থাকবে। তাছাড়া ভোট কর্মীদের বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।

সোমবার ভোটপর্ব শান্তিপূর্ণ করতে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী, ইএফআর শনিবার সকালে কাঁকসার বনকাটি ও বিকালে আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের অধীন বামনাবেড়ার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় রুট মার্চ করে।

Like Us On Facebook