আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে পূর্ব রেল নারীদের সম্মান জানিয়ে আসানসোল থেকে বর্ধমান পর্যন্ত চালালো বিশেষ ট্রেন। ১২ কামরা বিশিষ্ট এই বিশেষ ট্রেনকে সাজিয়ে তোলা হয়েছে ফুল, বেলুন ও মালা দিয়ে। শুধু তাই নয় প্রতিটি কামরায় সমাজে নারীদের অবদান সম্পর্কে সচেতন করতে ফুটিয়ে তোলা হয়েছে নানান চিত্র। সমাজে নারীর অবদান কোন অংশে কম নয়, এই বার্তা নিয়ে নারীর সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন করা হয়েছে প্রতিটি চিত্রে। মাদার টেরেসা থেকে বর্তমান সময়ের নারীদের বিভিন্ন কর্মের দিকগুলি নিখুঁত ভাবে চিত্রাঙ্কন করা হয়েছে প্রতিটি কামরায়। রয়েছে কন্যাভ্রুণ হত্যা না করারও আবেদন। ঝাঁ-চকচকে প্রতিটি কামরায় নারীদের কথা ভেবে বিশেষ শৌচাগারেরও ব্যবস্থা করা হয়েছে।
নারী দিবসের দিন এই ধরণের একটি নতুন বিশেষ ট্রেন পেয়ে স্বভাবতই খুশি নিত্যযাত্রীরা। সেই কথাই ধরা পড়লো নিত্যযাত্রী অনীষা মুখোপাধ্যায়ের কথায়। তিনি জানান, আজ ট্রেন ধরার জন্য গলসি স্টেশনে অপেক্ষা করছিলাম সেই সময়ই ফুলের মালা দিয়ে সাজানো এই বিশেষ ট্রেন গলসি স্টেশনে এসে পৌঁছায়। ট্রেনে ওঠার পর এক আলাদা অনুভূতি। মহিলাদের অবদান নিয়ে নানান ধরণের বার্তা ও চিত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ট্রেনটিকে। এই বিশেষ দিনে নারীদের সম্মান জানিয়ে রেলের এই উদ্যোগ এক কথায় অন্যবদ্য।
পূর্ব রেলের প্রচার বিভাগের জনসংযোগ আধিকারিক অমিতাভ চট্টোপাধ্যায় জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে পূর্ব রেলের পক্ষ থেকে সোমবার নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে এই বিশেষ ট্রেন চালানের পরিকল্পনা। এই বিশেষ ট্রেনে নারীদের সুরক্ষার পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দের বিষয়টি মাথায় রাখা হয়েছে। সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে সামাজিক পটভুমিতে নারীদের অবস্থান ও সমাজের কর্তব্য পালনের বার্তা।