আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে সোমবার সকালে জেলার বিভিন্ন স্থানে নানান কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে অন্ডাল ব্লক মহিলা তৃণমূলের পক্ষে অন্ডাল মোড় থেকে উত্তর বাজার পর্যন্ত একটি শোভাযাত্রা বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা এবং রাণীগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের জেলা পরিষদের নেত্রী মিনিতি হাজরা।

মিনিতি হাজরা বলেন, ‘একদিকে রাজ্যের তৃণমূল সরকার নারীদের স্বার্থে অনেক পরিকল্পনা নিয়ে আসছে, অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের নির্যাতন দিন দিন বাড়ছে।’ তিনি আরও বলেন, ‘প্রতিদিন ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ দিন দিন সমস্যায় পড়েছেন, তবুও কেন্দ্রীয় সরকার দেশের জনগণকে অগ্রগতির মিথ্যা ভাষণ দিচ্ছেন। রাজ্যের সকল মানুষের উচিত ঐক্যবদ্ধ হয়ে বাংলার কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলায় ফিরিয়ে আনা দরকার।’

বুদবুদে গলসি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রাথী নেপাল ঘড়ুইয়ের সমসর্থনে গলসি ১নং ব্লকের চাঁকতেঁতুল অঞ্চলের সাকুড়ি গ্রামে সোমবার মিছিল ও পথসভা হয়। সাকুড়ি গ্রামের সিপিএম নেতা বিপ্লব ব্যানার্জী, বিজেপি নেতা গৌতম ঘোষের নেতৃত্বে ৪০ জন নেতা-কর্মী বাম ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতকা তুলে দিলেন বর্ধমান সদর তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মো. জাকির হোসেন।

Like Us On Facebook