নবান্ন উৎসবে নাচানাচির সময় এক ব্যক্তিকে কিল, চড়, ঘুষি মেরে খুন করার অভিযোগ উঠল মেমারি থানার নবস্থার চাকুন্দি এলাকায়। মৃতের নাম রামচন্দ্র মাল (৩৫)।
মৃতের ভাই শ্যামচন্দ্র মাল জানিয়েছেন, সোমবার গ্রামে নবান্ন উৎসব ছিল। সেই উপলক্ষ্যে গ্রামের অন্যান্যদের সঙ্গে এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে রামচন্দ্রবাবুও নাচছিলেন। এই সময় কয়েকজনের সঙ্গে বচসা থেকে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, এই সময় রামচন্দ্রবাবুর বুকে কিল, ঘুষি মারা হয়। এরপরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গোটা গ্রামেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
Like Us On Facebook