কলকাতার হোটেলে কাজ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু হল দুর্গাপুরের এক যুবকের। মৃত যুবকের নাম সুমন্ত ঘোষ। দুর্গাপুর ইস্পাত নগরীর ভারতী এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, মাস ছয়েক আগে কলকাতায় একটি হোটেলে কাজে যোগ দিয়েছিলেম সুমন্ত ঘোষ। গতকাল রাতে হোটেল থেকে পড়ে গুরুতরভাবে আহত হন বলে বাড়িতে খবর আসে। এরপর হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই সুমন্তবাবুর মৃত্যু হয়।
সুমন্ত ঘোষের রহস্যময় মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানালেন দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। মঙ্গলবার সকালে দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন ৫৪ ফুট এলাকায় সুমন্তবাবুর শ্বশুরবাড়িতে তাঁর পরিবারের সাথে দেখা করতে আসেন বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। তিনি সুমন্ত ঘোষের স্ত্রীকে সান্ত্বনা দেন এবং পরিবারের পাশে থাকার বার্তা দেন। খবর পেয়ে দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির পুলিশও আসে সুমন্তবাবুর শ্বশুরবাড়িতে আসেন এবং কথা বলেন পরিবারের সাথে। সুমন্তবাবুর রহস্যজনক মৃত্যুর উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে পরিবার।