দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ডের ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। সকাল থেকে প্রতিটি বুথেই ভোটারদের লম্বা লাইন দেখা যাছে। শান্তিপ্রিয় সাধারণ মানুষ অপ্রীতিকর অবস্থার যাতে সন্মুখীন হতে না হয় তার জন্য ভোট দেওয়ার উপযুক্ত সময় হিসাবে সকালকেই বেছে নিয়েছেন বেশির ভাগ ভোটার। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের ডিসিপি(পূর্ব) অভিষেক মোদী এসিপি বিমল মন্ডল সহ পুলিশ আধিকারিকরা সকালেই বিভিন্ন স্পর্শকাতর বুথ ঘুরে দেখে যান। এদিকে ভোটগ্রহণ পর্বের শুরু থেকেই অনেক বুথে বিরোধী এজেন্টদের বুথে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ সিপিএম, বিজেপি সহ বিরোধী দল গুলির। পুলিশ শাসকদলকে ভোট গ্রহণ পর্ব শুরু থেকে সাহায্য করছে বলে সিপিএম ও বিজেপি কর্মীদের অভিযোগ। শাসক ও বিরোধীদের চাপান উতরের মধ্যেই এখন পর্যন্ত বড় রকম কোন অপ্রীতিকর ঘটনা না ঘটায় দুর্গাপুরে শান্তিপূর্ণ ভাবেই পুর পরিষেবা প্রতিষ্ঠার জন্য ভোট গ্রহণ চলছে।
Like Us On Facebook