জাতীয় সড়কের দুর্ঘটনা প্রবণ এলাকা বর্ধমানের রথতলা ইটভাটা মোড়ের কাছে ফের দুর্ঘটনায় আহত দুই। শনিবার দুপুরে টোটোর পিছনে একটি ট্রাক ধাক্কা মারলে রথতলা হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রাণা সাহা ও টোটো চালক আহত হন। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রথতলা হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রাণা সাহা স্কুলে পরীক্ষা দিয়ে টোটোয় চেপে বাড়ি ফিরছিল। সেই সময় ২ নং জাতীয় সড়কে দুটি ট্রাক রেষারেষি করে আসছিল। রথতলা ইটভাটা মোড়ের কাছে একটি ট্রাক দ্রুত গতিতে অন্যটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে টোটোর পিছনে। টোটোটি উল্টে গেলে আহত হয় রাণা সাহা ও টোটো চালক।
Like Us On Facebook