durgapur-faridpur-nirmal-b2নির্মল ব্লকের স্বীকৃতি পেল দুর্গাপুর ফরিদপুর ব্লক। বর্ধমান জেলার প্রথম ব্লক হিসেবে দুর্গাপুর ফরিদপুর ব্লকের মানুষ নির্মল অভিযানের প্রথম পুরস্কার ঘরে তুললো। ১৬ ই আগষ্ট  দুর্গাপুর ফরিদপুর ব্লকে এক আনুষ্ঠানে বর্ধমান জেলার জেলাশাসক ড: সৌমিত্র মোহন, বর্ধমান জেলার সভাধিপতি দেবু টুডু, দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে জেলাশাসক দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও শুভ সিংহ রায়-এর হাতে বিশেষ স্মারক তুলে দেন। নির্মল অভিযানে প্রশাসনকে সাহায্য করার জন্য দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের সদস্যদেরও জেলাশাসক পুরস্কৃত করেন এই দিন।

durgapur-faridpur-nirmal-2