বিষাক্ত গ্যাসের ঝাঁঝালো গন্ধে অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যু হল দুর্গাপুরে। বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস লিক করেই ওই শ্রমিকের মৃত্যু বলে অনুমান কারখানার শ্রমিকদের। সোমবার ভোররাতে কাঁকসার জয় বালাজি কারখানায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করে সোমবার ক্ষোভে ফেটে পড়েন।
দুর্গাপুরের কাঁকসায় বেসরকারি কারখানা জয় বালাজির তিন নাম্বার ইউনিটে ব্লাস্ট ফার্নেসে আজ সোমবার ভোর রাতে ওই শ্রমিক মারা যান। মৃত শ্রমিকের নাম ধর্মেন্দ্র যাদব(৩৩)। আসানসোলের কুলটির নেহেরু পার্কের বাসিন্দা বলে জানা গেছে। সোমবার ভোর ৪টে ৪০মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানান কারখানায় কর্মরত শ্রমিকরা। কি ভাবে এই বিষাক্ত গ্যাস লিক হলো তা নিয়ে তদন্তের দাবি করেছেন কারখানার শ্রমিকরা। এই ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষকে দায়ী করেছেন শ্রমিকরা। আজকের এই ঘটনায় কারখানার শ্রমিকরা মৃত শ্রমিকের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানে মৃতের পরিবারের সদস্যরা খবর পেয়ে ছুটে আসেন। মৃত শ্রমিক ধর্মেন্দ্র যাদবের দাদা ভীম যাদব বলেন, ‘ভাইয়ের সবে মাত্র বিয়ে হয়েছে। বাড়িতে বয়স্ক বাবা ও মা রয়েছেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষের গাফিলতিতে আমার ভাই গ্যাস লিকেজে ঝাঁঝালো গন্ধে অসুস্থ হয়ে মারা গেল।’