উত্তরাখণ্ড বেড়াতে গিয়ে খাদে পড়ে মৃত্যু হল দুর্গাপুরের এক দম্পতির। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুরে আনতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মৃত দম্পতির পরিবারের সদস্যরা। জানা গেছে, মৃত দম্পতি সুব্রত ভট্টাচার্য (৬১) এবং রুনা ভট্টাচার্য (৫২) দুর্গাপুরের ধান্ডাবাগ এলাকার রবীন্দ্র পল্লীর বাসিন্দা। সুব্রত ভট্টাচার্য দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন কর্মী।

জানা গেছে, ২১ অক্টোবর দুর্গাপুর, রানিগঞ্জ ও আসানসোল থেকে ৩০ জনের একটি দল উত্তরাখণ্ডে বেড়াতে যায়। আসানসোলের একটি পর্যটন সংস্থার তত্ত্বাবধানে এই দলটি উত্তরাখণ্ডে গিয়েছিল। বুধবার উত্তরাখণ্ডের মুন্সিয়ারি ঘোরাঘুরি করে কৌশানি ফেরার পথে পর্যটকদের দু’টি গাড়ি খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র-সহ স্থানীয় জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় প্রায় ১৫ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে ৭ জন আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাঘেশ্বর হাসপাতালে ভর্তি রয়েছেন।

Like Us On Facebook