নখের সৌন্দর্য্য বাড়াতে নখের উপর বিভিন্ন ডিজাইন এঁকে নেওয়ার ফ্যাশান বা ‘নেল আর্ট’ বিগত কয়েক বছর ধরেই বেশ রমরমিয়ে চলছে। এবার নখের উপর মা কালীর বিভিন্ন রুপ তুলে ধরে শ্যামা পুজোয় সকলের নজর কাড়লেন দুর্গাপুরের সগড়ভাঙার নেল আর্টিস্ট দোলা চট্টোপাধ্যায়। দোলাদেবী প্রায় ২০ বছর ধরে নখের উপর বিভিন্ন ধরনের চিত্র কলা তৈরি করে এবার তিনি শ্যামা মায়ের বিভিন্ন রুপ তুলে ধরলেন নখের উপর। নেল আর্টিস্ট দোলাদেবী কালীঘাট মন্দিরের মায়ের মূর্তি যেমন নেল আর্টের মাধ্যমে ফুঠিয়ে তুলছেন তেমনই তারাপীঠ মন্দিরের মায়ের রুপ সহ ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক ফুটিয়ে তুলেছেন তাঁর নেল আর্টের মাধ্যমে।

Like Us On Facebook