মঙ্গলবার কলকাতার রাজপথের হবে দুর্গা কার্নিভাল, চলছে সাজো সাজো রব। তার একদিন আগে বর্ধমান শহরের কাঞ্চননগরে অনুষ্ঠিত হল দুর্গা কার্নিভাল। উদ্যোক্তা বর্ধমান পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল খোকন দাস। সোমবার বর্ধমান পুরসভার ২৩ ও ২৪ নং ওয়ার্ডের মোট ১৮ টি পুজো উদ্যোক্তাদের নিয়ে এই কার্নিভাল অনুষ্ঠিত হল।

কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালিমন্দির প্রাঙ্গণ থেকে এই কার্নিভালের সূচনা উপলক্ষে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারি সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, পুরপতি স্বরূপ দত্ত, কার্নিভালের মুল উদ্যোক্তা খোকন দাস প্রমুখ। কার্নিভালে অংশগ্রহণকারী পুজো উদ্যোক্তাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার এবং ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, গত কয়েকবছর ধরেই বর্ধমান শহরে জেলা প্রশাসনের সহায়তায় দুর্গা কার্নিভালের উদ্যোগ নেওয়া হলেও তা নানা অজুহাতেই বাতিল হয়েছে। গতবছর জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করতে না পারার কারণ দেখিয়েই এই কার্নিভালকে বাতিল করা হয়। এবারও পুজোর অনেক আগে থেকেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত বিশেষ কিছু কারণে তা বাতিল করে দেওয়া হয়। কিন্তু তারই মাঝে সেই বর্ধমান শহরেই ২৩ ও ২৪ নং ওয়ার্ডের ১৮টি পুজোকে নিয়েই গত বছরের পর এবার আবার সাড়ম্বরে অনুষ্ঠিত হল দুর্গা কার্নিভাল। ব্যাপক জনসমাগমের মধ্যে দিয়েই এদিন এই কার্নিভাল অনুষ্ঠিত হয়।








Like Us On Facebook