গত বছরের মতো এবারও মহা ধূমধামের সঙ্গে ১০১ জোড়া বিয়ে দিয়ে নজির সৃষ্টি করলেন বর্ধমানের কঙ্কালেশ্বরী কালিমাতা গণবিবাহ কমিটি। বুধবার বর্ধমানের কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালিমন্দির প্রাঙ্গণে মোট ১০১ জোড়া পাত্র-পাত্রীর বিয়ে দেওয়া হল। এলাকার বিদায়ী কাউন্সিলর খোকন দাসের উদ্যোগে গত পাঁচ বছর ধরে আয়োজিত হচ্ছে এই গণবিবাহ।

হিন্দু ও মুসলিম রীতি মেনে উভয় সম্প্রদায়ের পাত্র-পাত্রীদের এদিন এই গণবিবাহ অনুষ্ঠিত হল। বাদ যায়নি আলোকসজ্জা থেকে মণ্ডপসজ্জা। পাত্রদের সোনার আংটি, পাত্রীদের সোনার নাকছাবি সহ খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সাইকেল, প্রভৃতি দানসামগ্রী, দেড় লাখ টাকার জীবনবীমা দেওয়া হল। বিবাহ উপলক্ষে বর ও কনেযাত্রী সহ নিমন্ত্রিত কয়েক হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থাও করা হল এদিন। আর এদিন নজিরবিহীন গণবিবাহের আসরে হাজির ছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, এলাকার বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু প্রমুখ।


Like Us On Facebook