ডাবর কোম্পানির লোগো বসিয়ে ভেজাল মধু, পুদিনহারা ও গোলাপ জল বিক্রির কারবার চলছিল রমরমিয়ে। গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা বুধবার মেমারির চেকপোস্ট এলাকার একটি ঘরে হানা দিয়ে প্রচুর ভেজাল মধু, পুদিনহারা ও গোলাপ জল বাজেয়াপ্ত করে। চক্রের মূল পান্ডা পলাতক।
পুলিশ সূত্রে জানা গেছে, মাস দুয়েক আগে মেমারি থানার চেকপোস্ট এলাকায় একটি ঘর ভাড়া নেন দেবু নামের এক যুবক। ওই ঘর থেকে ভেজাল জিনিসের কারবার চালানো হচ্ছে বলে পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কাছে খবর আসে। এরপর বুধবার পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যৌথভাবে অভিযান চালায়। অল্পের জন্য হাতছাড়া হয়ে যায় অভিযুক্ত যুবক। পুলিশ জজ্ঞাসাবাদের জন্য ঘরের মালিককে আটক করছে। জানা গেছে, এদিনের অভিযানে ডাবর কোম্পানির লোগো লাগানো ভেজাল ৫৫ শিশি মধু, ৩৬৫ শিশি গোলাপ জল ও ৫২৩ শিশি পুদিনহারা উদ্ধার হয়েছে। এছাড়াও প্রচুর ভুয়ো লেবেল উদ্ধার হয়েছে।