নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পাথরের ধাস বোঝাই ডাম্পার। ঘুমন্ত অবস্থায় ডাম্পারের নীচে চাপা পড়ে মৃত্যু হল একই পরিবারের চার জনের। তাদের মধ্যে দু’জন যুবক ও দু’জন কিশোর। ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কে রানিগঞ্জের আমরাসোতা গ্রামে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাহাদুর প্রসাদ যাদবের তিন সন্তান রহিত কুমার যাদব, সুরজ কুমার যাদব ও সতীশ কুমার যাদব এবং ভাইপো শিশু কুমার যাদব বাড়ির সামনে বাঁশের মাচাতে ঘুমোচ্ছিল। হঠাৎ মাঝরাতে বীরভূমের পাচামি থেকে রানিগঞ্জের দিকে যাওয়ার পথে পাথরের ধাস বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত ওই চারজনের উপর উল্টে যায়। তারা পাথরের ধাসের নীচে চাপা পড়ে এবং তাদের বাড়িটিও ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ ও স্থানীয়রা পাথরের ধাসের নীচে চাপা পড়া চারজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ডাম্পার ও খালাসিকে আটক করেছে। চালক পলাতক।
রাতের ওই ঘটনার জেরে বুধবার স্থানীয় বাসিন্দারা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তারা চালককে গ্রেফতারের দাবি জানান। পুলিশ এসে তাদের আশ্বস্ত করে অবরোধ তোলে।