দু’মাসের শিশুকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত ১ আহত ৬। শুক্রবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে ভাতারের পাটনা মোড় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার মারুতি ভ্যানে করে ভাতার থেকে রামপুরে শ্বশুরবাড়ি গিয়েছিলেন সজল কর্মকার। সন্তান প্রসবের পর সজলবাবুর স্ত্রী ও পুত্র রামপুরে সজলবাবুর শ্বশুরবাড়িতেই ছিলেন। এদিন সজলবাবু তাঁর দু’মাসের সন্তান আয়ূষ ও স্ত্রী সঞ্চিতা কর্মকারকে রামপুর থেকে নিজের বাড়ি ভাতারে আনতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন দিদি অপর্ণা কর্মকার ও দুই ভাগ্নি লক্ষী ও বিউটি কর্মকার। শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে বলগোনা-গুসকরা রোডের পাটনা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি ডাম্পার তাঁদের গাড়িতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান গাড়ির চালক সেখ সুরাজ। গুরতরভাবে আহত অবস্থায় অন্যদের প্রথমে ভাতার হাসপাতাল ও পরে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে প্রায় দু’ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে বলগোনা-গুসকরা রোড। দুর্ঘটনার পর ডাম্পারটি পালিয়ে যায়, পুলিশ মারুতি ভ্যানটিকে আটক করেছে।