পানাগড় বাইপাসে শুক্রবার ফের একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলের ট্যাঙ্কারে পিছনে ধাক্কা মারে। ট্যাঙ্কারটির বিশেষ ক্ষতি না হওয়ায় ট্যাঙ্কারটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়। কাঁকসা থানার পুলিশ গিয়ে ডাম্পারটিকে আটক করে। হতাহতের কোন খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ২ নম্বর জাতীয় সড়কের পানাগড় বাইপাশে একটি দুর্গাপুরগামী ছাই বোঝাই ডাম্পার পানাগড় গ্রাম মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে। যদিও ট্যাঙ্কারটির বিশেষ ক্ষতি হয় নি। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্যাঙ্কারটিকে আটক করে ক্রেনে বেঁধে আনার সময় ঘটে আর এক বিপত্তি। একটি বাঁক ঘোরার সময় ক্রেনটি উল্টে যায়। এরফলে বাইপাশের একদিকের লেনে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে অন্য ক্রেন এনে পুলিশ ডাম্পার ও উল্টে যাওয়া ক্রেনটিকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।