বিয়ের ২৮ দিনের মাথায় দুর্গাপুরের লাউদোহায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে শুক্রবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকে চাঞ্চল্য ছড়াল। জানা গেছে, লাউদোহার কাটাবেড়িয়া গ্রামের তনয়ার সঙ্গে লাউদোহার বনগ্রামের পেশায় মিষ্টি ব্যরবসায়ি সুমন্ত দে’র ২৮ দিন আগে বিয়ে হয়।
মৃতার মামা জানিয়েছেন, শুক্রবার সকালে হঠাৎ সুমন্ত শ্বশুরবাড়িতে ফোন করে তনয়ার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায়। তনয়ার পরিবারের লোকজন তনয়ার আকস্মিক মৃত্যুর খবর শুনে ছুটে আসে লাউদোহার বনগ্রামে। তনয়ার পরিবারের লোকজনের অভিযোগ তনয়া আত্মহত্যা করেনি। তনয়াকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে। তনয়ার মামা কাজল দে আরও বলেন, বাড়ির যে জায়গায় তনয়া আত্মহত্যা করেছে বলে তনয়ায়র স্বামী সুমন্তর দাবি সেই জায়গাটি অনেক উঁচু। তনয়ার পক্ষে একা ওই জায়গায় উঠে গলায় ফাঁস দেওয়া সম্ভব নয়। তাছাড়া সুইসাইড নোটটিও তনয়ার নয় বলে দাবি। কাজলবাবু নিরপেক্ষ পুলিশি তদন্তের দাবি জানান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।