কাঁচা বাদাম খ্যাত ‘বাদাম কাকু’ ভূবন বাদ্যকর রিয়েলিটি টিভি শো সুপারস্টার সিঙ্গারের প্রতিযোগী দুর্গাপুরের উদীয়মান শিল্পী সায়ন ধীবরের সঙ্গে জুটি বেঁধে তিনটি লোকসংগীত রেকডিং করলেন। সোমবার দুর্গাপুরে শ্যামপুরের একটি রেকডিং স্টুডিওতে দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা সায়নের সঙ্গে জুটি বেঁধে ভূবন বাদ্যকর তিনটি গান রেকডিং করেন বলে জানান স্টুডিওর এক কর্মকর্তা চিরঞ্জীব ধীবর। চিরঞ্জীব ধীবর বলেন, ‘খুব শীঘ্রই বাদাম কাকু ভূবন বাদ্যকরের সঙ্গে সায়ন ধীবরের ডুয়েট গান রিলিজ হবে। গান তিনটি খুব জনপ্রিয় হবে বলে আশা করছি।’ এদিন বাদাম কাকু ভুবন বাদ্যকর শ্যামপুরের স্টুডিওতে আসছেন শুনে স্টুডিওর সামনে ভিড় জমে যায়। বাদাম কাকু উপস্থিত সকলের অনুরোধ রাখতে কাঁচা বাদাম গানটি গেয়ে সকলের মন জয় করে নেন।