বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ৩টি বিষয়কে নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। চলতি মরশুমে ধান কেনার বিষয়ে বেশ কয়েকটা সিপিসি বাড়ানোর প্রস্তাবও এদিন গৃহিত হল। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া জানিয়েছেন, ধান কেনা নিয়ে বৈঠকের পাশাপাশি এদিন পূর্ব বর্ধমান জেলায় ৮টি রাইস মিলের বিরুদ্ধে দূষণ সংক্রান্ত বিষয়ে যে অভিযোগ ছিল সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে হাজির থাকা রাইস মিলার সংগঠনের প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়েছে গোটা বিষয়টি নিয়ে তাঁদের রাজ্যস্তরে যোগাযোগ করতে হবে। অপরদিকে, এই দুটি বিষয় ছাড়াও এদিন আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পূর্ব বর্ধমান জেলায় দুয়ারে রেশন প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, আগাম ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে ২৪৬টি রেশন ডিলারকে নিয়ে চালু হচ্ছে এই দুয়ারে রেশন প্রকল্প। প্রথম ধাপে এই প্রকল্প চালু হওয়ার পর কি কি সমস্যা বা অসুবিধা হচ্ছে তা খতিয়ে দেখার পর গোটা জেলাতে চালু করা হবে।

এদিন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দুয়ারে রেশন মানে প্রত্যেক উপভোক্তার বাড়িতে গিয়েই রেশন দিতে হবে। এজন্য প্রতিটি রেশন ডিলারকে ৫০টি বাড়িকে নিয়ে একটি করে ক্লাস্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সভাধিপতি জানিয়েছেন, ইতিমধ্যেই মাইকিং, ফেস্টুন, ব্যানার প্রভৃতির মাধ্যমে দুয়ারে রেশন প্রকল্পের বিষয়ে প্রচার শুরু করা হয়েছে। কবে কোথায় এই রেশন দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, সোম থেকে শুক্রবার পর্যন্ত দুয়ারে রেশন প্রকল্প চলবে। কিন্তু যাঁরা কোনো কারণে বাড়িতে রেশন নিতে পারবেন না, তাঁরা শনি রবিবার সকালের দিকে সংশ্লিষ্ট ডিলারের কাছে গিয়ে মাল তুলতে পারবেন।

Like Us On Facebook