বর্ধমান পুরসভার উদ্যোগে চালু হতে চলেছে বিউটিসিয়ান হাব। বুধবার বর্ধমান পুরসভার সহ-প্রশাসক আইনুল হক জানিয়েছেন, বুধবার থেকে পুরসভার উদ্যোগে বর্ধমান পুর এলাকার মহিলাদের নিয়ে শুরু হচ্ছে জিডিএ নার্সিং ট্রেনিং। এরইসঙ্গে এই বিউটিসিয়ান হাবের জন্যও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানিয়েছেন, বর্ধমান শহরকে ঘিরে রয়েছে অসংখ্যা চিকিৎসাকেন্দ্র। জিডিএ নার্সিং ট্রেনিং নিলে মহিলারা আরও স্বনির্ভরতার দিকে এগিয়ে যেতে পারবেন। তাঁদের রোজগার বাড়বে। এই প্রশিক্ষণ পর্ব চলবে ৩ মাস। এরই পাশাপাশি পুরসভার উদ্যোগে যে বিউটিসিয়ান হাব তৈরি করা হচ্ছে সেখানে দক্ষ প্রশিক্ষিত বিউটিসিয়ানরা কাজ পাবেন।

Like Us On Facebook