শুক্রবার গরু চড়াতে গিয়ে ডিভিসি’র ক্যানেলে পড়ে গিয়ে তলিয়ে যাওয়া যুবক মহাদেব খান (৩০)-এর দেহ উদ্ধার হল শনিবার। শুক্রবার তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি দেহের। শনিবার সকালে উদ্ধার হয় দেহ।
উল্লেখ্য, শুক্রবার সকালে ওড়গ্রাম ডাঙাপাড়ার মহাদেব খান স্থানীয় ডিভিসি ক্যানেল পাড়ে গরু চড়াতে যান। সকাল সাড়ে ১১টা নাগাদ গরুগুলিকে চড়তে দিয়ে মহাদেববাবু ক্যানেলের ব্রিজে বসে ছিলনে। সেই সময় কোনভাবে তিনি ক্যানেলের জলে পড়ে গেলে জলের তোড়ে ভেসে যান। স্থানীয় মানুষজন দেখতে পেয়ে ভাতাড় থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতাড় থানার পুলিশ। মহাদেববাবুকে উদ্ধারের জন্য বিপর্যয় মোকবিলা দফতরের টিমকে খবর দেওয়া হয়। ডুবুরিদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকবিলা দফতরের টিম। এরপর তাঁরা উদ্ধারকাজে নামেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত মহাদেববাবুর কোন হদিস মেলেনি। অন্ধকার নেমে আসায় সন্ধ্যার পর তল্লাশি বন্ধ রাখেন উদ্ধারকারী দলের সদস্যরা। শনিবার সকালে দুই বর্ধমানের বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা ফের তল্লাশি শুরু করলে সকাল ৯টা নাগাদ উদ্ধার হয় মহাদেববাবুর দেহ। দেহ উদ্ধার হলে কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। এলাকায় শোকের ছায়া নেমে আসে।