যথাযথ মর্যাদায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দুর্গাপুর শিল্পনগরীর রূপকার প্রখ্যাত চিকিৎসক ডা. বিধানচন্দ্র রায়ের ১৩৫ তম জন্মজয়ন্তী পালন করল দুর্গাপুরবাসী। দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় প্রভাতফেরি, বাংলার রূপকারের গলায় মাল্যদান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটি পালিত হয়।

আজকের দিনটি মহান চিকিৎসক তথা বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন। এই দিনটি ডক্টরস্‌ ডে হিসাবে পালিত হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার সহ অন্যান্য চিকিৎসকরা ডক্টরস্ ডে উপলক্ষে রক্তদানের মধ্য দিয়ে এই মহান দিনটি পালন করেন।

দুর্গাপুর ইস্পাত কারখানায় ডা. বিধানচন্দ্র রায়ের ১৩৫ তম জন্মজয়ন্তি পালিত হল। কারখানার আধিকারিকরা বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে এদিন মাল্যদান করেন। দুর্গাপুর ইস্পাত নগরীর বিভিন্ন স্থানেও পালিত হল বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী। ডিএসপি’র মেন হাসপাতালে ডক্টরস্ ডে উপলক্ষে আজকের দিনটিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Like Us On Facebook