হাওড়া-ধানবাদ রুটের যাত্রীদের জন্য সুখবর। রেল সূত্রে জানা গেছে শীঘ্রই ‘ছট পুজো’ স্পেশাল ডবল ডেকার ট্রেন হাওড়া-ধানবাদ ভায়া আসানসোল রুটে চলবে। এই খবরে হাওড়া-ধানবাদ রুটের যাত্রীরা খুশি। ছট পুজোর ভিড় সামলাতে ডবল ডেকার ট্রেন নামানো হচ্ছে বলে আসানসোল ডিভিশন সূত্রে জানানো হয়ে। প্রসঙ্গত, ২০১৪ সালের অক্টোবর ৩১ ডিসেম্বর পযন্ত Air-condition ট্রেনটি চালানো হয়। আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ডবল ডেকার ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। আর কিছু দিন পর ছট পুজো। ছট পুজোর ভিড় সামলাতে রেল দপ্তর সিদ্ধান্ত নিয়েছে ২৩ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ট্রেনটি পুনরায় চালানো হবে। রেল সূত্রে জানা গেছে প্রতিটি কোচে ১২৭ জন করে যাত্রী যাতায়াত করতে পারবেন। Second floor-এ ৫৪ জন ও Ground floor-এ ৭৩ জন যাত্রী বসতে পারবেন।