চলতি মাসেই খুলতে চলেছে দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে শ্মশান যাত্রীদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক বিশ্রামাগার। এমাসের শেষেই শ্মশান যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এই বিশ্রামাগারটি। শ্মশান যাত্রীদের ব্যবহারের জন্য বিশ্রামাগারটি তৈরি হলেও দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বির্তকের সৃষ্টি হয়। সমস্ত বির্তকে জল ঢেলে এমাসেই চালু হতে চলেছে বীরভানপুরের শীততাপ নিয়ন্ত্রিত বিশ্রামাগারটি। বর্ধমান ডট কম প্রতিনিধি-কে দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় বলেন, “নিরাপত্তা রক্ষী নিয়োগের ফাঁসেই আটকে গিয়েছিল এই বিশ্রামাগারটি। এই মাসেই টেণ্ডার করে নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হচ্ছে। নিরাপত্তা রক্ষী নিয়োগ হয়ে গেলেই বিশ্রামাগারটি শ্মশান যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে”। দুর্গাপুর নগর নিগম সূত্রে জানা যায় দুর্গাপুর নগর নিগম ১৩ লক্ষ টাকা খরচ করে শ্মশান যাত্রীদের জন্য এই বিশ্রামাগারটি তৈরি করেছে। গত ১৭ আগষ্ট দুর্গাপুরের মহানাগরিক অপূর্ব মুখার্জী এর উদ্বোধন করেছিলেন, উদ্বোধনের পর থেকেই নিরাপত্তা রক্ষী নিয়োগের জটে বন্ধ হয়ে যায় শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক বিশ্রামাগারটি।