পানাগড়ের রণডিহায় দামোদরের জলে একটি ডলফিনের আবির্ভাবকে কেন্দ্র করে রণডিহায় কৌতুহলী মানুষের ভিড় বাড়ছে। শনিবার সকালে এই ডলফিনটিকে প্রথম দেখতে পান রণডিহায় দামোদরের পাড়ের এক দোকানদার কালীদাস রায়।

কালীদাসবাবু বলেন, ‘দোকানদারি করতে করতে হঠাৎ দেখি দামোদরের জলে কি যেন লাফিয়ে লাফিয়ে উঠছে। তারপর দেখি ওটা একটি ডলফিন। কিন্তু দামোদরে ডলফিন এল কি ভাবে? এরপরেই বনদফতরে খবর দেওয়া হয়।’ বনদফতরের কর্মীরা বলেন, ‘কোনোভাবে ডলফিনটা দামোদরের জলে চলে এসেছ। তবে আমরা কড়া নজরদারি চালাচ্ছি ডলফিনটির উপর। কিন্তু এখনও পর্যন্ত আমরা ডলফিন দেখতে পাইনি। কিন্তু স্থানীয় মানুষ যে ডলফিন দেখেছেন তার প্রমাণ হিসেবে ছবিও দেখাচ্ছেন তাঁরা। সব মিলিয়ে পর্যটনস্থল রণডিহায় এখন ডলফিন দর্শনের জন্য কৌতুহলী মানুষের ভিড় বাড়ছে শনিবার থেকে।

Like Us On Facebook