আসানসোল পুরসভা এলাকায় কুকুরদের নির্বীজকরণে উদ্যোগী হল পুরসভা। দিন দিন পথ কুকুরের সংখ্যা বেড়ে চলায় পুরসভা এলাকায় রাস্তার পরচ্ছন্নতা বজায় রাখতে সমস্যায় পড়ছে পুরসভা। পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে কুকুরের সংখ্যা কমাতেই এই উদ্যোগ বলে জানা গেছে।

সোমবার আসানসোলের ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ডে নির্বীজকরণের উদ্দেশ্যে কুকুর ধরার কাজ চালায় পানাগড়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। জানা গেছে, কুকুরগুলিকে ধরে নির্বীজকরণ করে ফের সেগুলিকে যে এলাকা থেকে ধরা হয়েছে সেখানে ছেড়ে দেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলার গোলাম সরওয়ার বলেন, কুকুরদের কারণে এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে পুরসভাকে বেশ বেগ পেতে হচ্ছে৷ সে জন্যেই পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ বর্তমানে প্রতি ওয়ার্ড থেকে নটি করে কুকুরের নির্বীজকরণ করা হবে৷ মূলত রাস্তার কুকুরদের দ্রুত হারে সংখ্যা বৃদ্ধি রোধ করতেই এই উদ্যোগ৷ যদিও এলাকার পশুপ্রেমীরা কুকুর ধরার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন।

Like Us On Facebook