হলদিয়া থেকে ভার্চুয়াল মাধ্যমে পানাগড় শিল্পতালুকে দোভি-দুর্গাপুর নলবাহিত প্রাকৃতিক গ্যাস সরবরাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার হলদিয়া থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পানাগড় শিল্পতালুকে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ সুনীল মন্ডল, ম্যাটিক্স সার কারখানার আধিকারিকরা ও গেইল সংস্থার আধিকারিকরা সহ অন্যান্যরা।

জানা গেছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল (ইন্ডিয়া) ২৪০০ কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অর্ন্তগত বিহারের দোভি থেকে দুর্গাপুর নলবাহিত প্রাকৃতিক গ্যাস সরবরাহ প্রকল্পটি তৈরি করেছে। গ্যাসের অভাবে প্রায় দু’বছর বন্ধ ছিল পানাগড়ের ম্যাটিক্স ফার্টিলাইজার। নলবাহিত প্রাকৃতিক গ্যাস সরবরাহ চালু হওয়ায় পানাগড়ের ম্যাটিক্স সার কারখানা এই গ্যাস বয়বহার করে শীঘ্রই ফের উৎপাদন শুরু করবে। এছাড়াও নলবাহিত এই প্রাকৃতিক গ্যাস শিল্পাঞ্চলের আন্যান্য বড় কারখানায় সরবরাহ করা যাবে। পাশাপাশি পাইপ লাইনের মাধ্যমে শহরের বাড়িতে বাড়িতে তুলনামূলকভাবে সস্তায় গ্যাস সরবরাহ সহ প্রাকৃতিক গ্যাস চালিত যানবাহনের জন্য বিভিন্ন ফিলিং স্টেশনেও এই গ্যাস সরবরাহ করা হবে। আগামী দিনে শিল্পাঞ্চলে অন্যান্য শিল্প সংস্থার প্রসার ও এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়বে বলে অনুমান স্থানীয়দের। সেইসঙ্গে দুষণ মুক্ত গ্যাসের ব্যবহার বাড়লে পরিবেশ দূষণও কমবে।

Like Us On Facebook