দুর্গাপুর পৌর নির্বাচনের প্রচার পর্ব শুক্রবার বিকেলে শেষ হল। ১৩ আগস্ট ভোট গ্রহণ। শুক্রবার প্রচারের শেষ লগ্নে বিভিন্ন রাজনৈতিক কর্মী ও দলীয় প্রার্থীদের প্রচারের চরম ব্যস্ততা ছিল। শুক্রবারও দুর্গাপুরে শাসক দলের প্রচার ছিল চোখে পড়ার মত। ২২ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনিন্দিতা মুখার্জীকে নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস সিটিসেন্টারের বিভিন্ন এলাকায় রোড-শো করেন। এদিন হুড খোলা জিপে মন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রার্থী অনিন্দিতা মুখার্জীর সঙ্গে সর্বক্ষণ ছিলেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। ১৩ ও ১৪ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ধর্মেন্দ্র যাদব ও রাখি তেওয়ারির সমর্থনে প্রচারে অংশ নেন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। ২০ ও ২১ নং ওয়ার্ডে রমা প্রসাদ হালদার ও সুস্মিতা ভুঁই-এর সমর্থনে রোড-শো করেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও স্বপন দেবনাথ। ২৩ নং ওয়ার্ডে সদ্য প্রাক্তন দুর্গাপুর পৌরসভার মেয়র অপূর্ব মুখার্জী তৃণমূল প্রার্থী দেবব্রত সাঁই এর সমর্থনে মিছিলে পা মেলান। অপর দিকে দুর্গাপুর বিধান নগরের ২৭ নং ওয়ার্ড ও ষ্টিল টাউনশিপের বিজেপি প্রার্থীদের সমর্থনে রোড-শো করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিকে সিপিএম কর্মীরা নির্বাচনী প্রচারের শেষ দিনে তৃণমূলের সন্ত্রাস ও আশীষ জব্বর পার্টি অফিস ভাঙচুরের প্রতিবাদে দুর্গাপুর থানায় বিক্ষোভ দেখায়।

Like Us On Facebook