দেড় কেজি গাঁজা এবং ২৫ কেজি পোস্তর খোলা সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করলো শুল্ক দপ্তর। জানা গেছে, ধৃত ব্যাক্তির নাম ক্ষুদিরাম চ্যাটার্জী। বাড়ি পূর্ব বর্ধমানের রায়না থানার নতু হরিপুর গ্রামে। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক দপ্তরের একটি টিম ক্ষুদিরামকে তার বাড়ি থেকে আটক করে। তার কাছ থেকে গাঁজা ও পোস্তর খোলা ভর্তি তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
Like Us On Facebook