বুধবার পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব আউশগ্রাম ১ নম্বর ব্লকের বিভিন্ন সরকারি প্রকল্পের কাজকর্ম পরিদর্শনে যান। এদিন তিনি উক্তা ও বেরেণ্ডা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজ খতিয়ে দেখেন।
এদিন জেলাশাসক উক্তা ও বেরেণ্ডা গ্রাম পঞ্চায়েতের কাজ খতিয়ে দেখার পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে জনপ্রতিনিধি ও এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন। জেলাশাসক এলাকায় একশো দিনের কাজের পপ্রকল্পের খোঁজখবর নেন এবং প্রকল্পে কাজ করা মানুষজনের সঙ্গে কথা বলেন। এদিন জেলাশাসক ব্লকের গোবিন্দপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান এবং সেখানে ক্ষুদে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো নিয়েও খোঁজখবর নেন। দিনভর ব্লকের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন জেলাশাসক এবং বাংলা আবাস যোজনায় তৈরি করা বাড়িগুলিও পরিদর্শন করেন।