অবৈধ বালি তোলা বন্ধ করতে এলাকার মানুষকে সচেতন করার উদ্যোগ নিলেন ভাতারের বিএলআরও। বুধবার ভাতারের বিএলআরও সৌমেন চ্যাটার্জী অবৈধ এবং অবৈজ্ঞানিক ভাবে বালি তোলার কুফল নিয়ে মানুষকে সচেতন করেন।

এদিন বিএলআরও সৌমেন চ্যাটার্জী ভাতারের বিভিন্ন এলাকায় খড়ি নদী থেকে অবৈধ বালি তোলা বন্ধ করতে সচেষ্ট হলেন। সৌমেনবাবু ভাতারের বিজিপুর, খুরুল, নর্জা, কর্জনা, মাহাচান্দা প্রভৃতি এলাকায় গিয়ে এলাকাবাসীকে অবৈধ বালি তোলার কুফল নিয়ে সচেতন করলেন। তিনি এলাকার মানুষজনকে জানান, অসাধু ব্যক্তিরা অবেজ্ঞানিক উপায়ে বালি তুললে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি নদী সহ পুরো এলাকা ক্ষতিগ্রস্ত হবে। অবৈধ বালি উত্তোলনের খবর প্রশাসনকে জানানোর জন্যও অনুরোধ করেন গ্রামবাসীদের। বিএলআরও সৌমেন চ্যাটার্জীর এই উদ্যোগকে এলাকার মানুষজন স্বাগত জানিয়েছেন। গ্রামবাসীরা জানান, এর আগে কোন সরকারি আধিকারিক তাদের এভাবে সচেতন করার উদ্যোগ নেয়নি। গ্রামবাসীরাও এব্যপারে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

Like Us On Facebook