স্থানীয় মানুষের অভিযোগ পেয়ে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠি পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় একটি পুকুর ভরাট বন্ধ করতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করলেন। মঙ্গলবার দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে একথা জানান। কয়েকদিন ধরেই পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন পুরানো বিডিও অফিস এলাকায় একটি পুকুর অবৈধ ভাবে ভরাট করে ওই স্থানে বহুতল নির্মাণের উদ্যোগ নেয় কিছু জমি মাফিয়া বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় মানুষের অভিযোগ পেয়ে জেলা প্রশাসন নড়েচড়ে বসে। জেলাশাসক শশাঙ্ক শেঠির উদ্যোগে অবৈধ পুকুর ভরাট বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় মানুষের অভিযোগ, কেবলমাত্র দার্জিলিং মোড় এলাকায় এই পুকুরটিই নয় গোটা কাঁকসা এলাকায় একের পর এক পুকুর অবৈধভাবে ভরাট করে দিয়ে বহুতল নির্মাণ করছে জমি মাফিয়ারা। স্থানীয় মানুষ সেইসব অবৈধ পুকুর ভরাট বন্ধের দাবি জানান এদিন।


Like Us On Facebook