.
সম্প্রতি আসানসোলের পোলো গ্রাউন্ডে পশ্চিম বর্ধমান জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে জেলা থেকে সেরা প্রতিযোগীদের বেছে নেওয়া হয় রাজ্য ক্যারাটে প্রতিযোগিতার জন্য। পশ্চিম বর্ধমান জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট পুষ্পল রায় জানান, পশ্চিম বর্ধমান জেলা থেকে ১২০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পশ্চিম বর্ধমান বুদোকান অ্যাসোসিয়েশনের শুভম রায়, সুব্রত বাউরি ও অনুভব ঠাকুর নিজ নিজ বিভাগে পদক জেতে। এছাড়াও আরিয়ান, অঙ্কিত রায়, অরিত্র মাঝি ও সুদীপ দাস বিভিন্ন বিভাগে পদক তুলে নেয়।
Like Us On Facebook